31 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা, নারীসহ আহত ১০

অনলাইন ডেস্ক:

বরিশালের মুলাদীতে গাছের ঝড়ে যাওয়া পাতা নেওয়ার কথা জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর ও লুটপাট করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামের নূরু হাওলাদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪জনকে আটক করেছে।

জানাগেছে, কায়েতমারা গ্রামের হানিফ ক্বারীর মেয়ে এবং রশিদ সরদারের স্ত্রী ডালিয়া বেগম রান্না করার জন্য পাশ্ববর্তী বাড়ির নূরু হাওলাদারের বাগান থেকে ঝড়ে যাওয়া গাছের পাতা নেয়। নূরু হাওলদারের মেয়ে হাফিজা বেগম তাদের পাতা নেওয়ার বিষয়ে ডালিয়া বেগমের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়।

কথার কাটাকাটি একপর্যায়ে ঝগড়ায় রূপ নিলে ডালিয়া বেগমের স্বামী রশিদ সরদার, ভাই শরীয়ত উল্লাহ ক্ষিপ্ত হয়ে ২০/২৫ জন লোক ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে নূরু হাওলাদারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর, টিভি-ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গচুর করে এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

এ সময় নূরু হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম, মেয়ে হাফিজা বেগম, পুত্র সাগর হাওলাদার, ইমন হাওলাদার ও সরোয়ার হোসেন বাধা দিতে গেলে হামলাকারীরা তাদেরকে পিটিয়ে মারাত্মক আহত করে। একপর্যায়ে হামলাকারীরা শাহানুর বেগমের বাম পা ভেঙ্গে দিলে সাগর, ইমন ও সরোয়ার প্রাণ বাঁচাতে ঘরের মাঁচায় ওঠে ডাকচিৎকার শুরু করে।

সংবাদ পেয়ে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার ও বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের নিয়ন্ত্রণ করে এবং হামলার সাথে জড়িত থাকায় হানিফ ক্বারীর কন্যা ডালিয়া বেগম, ডালিয়ার শ্বাশুড়ি মমতাজ বেগম, সুফিয়া বেগমসহ ৪ জনকে আটক করে মুলাদী থানায় নিয়ে আসে।

পুলিশ আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করলে শাহানুর বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় নূরু হাওলাদারের মেয়ে হাফিজা বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন।

এ ব্যাপারে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official