সিরিয়ায় বোমা বিস্ফোরণে অন্তত ২৪ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। বোমাটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পুঁতে রাখা ছিল বলে মনে করা হচ্ছে।
রবিবার দেশটির পশ্চিম-মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় এ ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা সানার বরাতে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় রবিবার সকালে হামা প্রদেশের ওয়াডি আল-আজিব গ্রামে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ বলছে, এলাকাটি জঙ্গিগোষ্ঠী আইএসের নিয়ন্ত্রণে থাকার সময় বোমাগুলো পুঁতে রাখা হয়।