অনলাইন ডেস্ক:
ভোলার মনপুরার বিচ্ছিন্ন কলাতলীরচরে ছেলের বাড়িতে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া সেই মা সখিনা বেগম অবশেষে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যান।
সোমবার সকালে ঢাকা থেকে নিজ বাড়িতে লাশ নিয়ে এলে কান্নায় পুরো এলাকায় ভারী হয়ে ওঠে। পরে বেলা সাড়ে ১২টায় জানাজা শেষে নিজ বাড়ির পাশে দাফন করা হয়।
অগ্নিদগ্ধ সখিনা বেগমের বড় ছেলে সানাউল্লাহ জানান, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাত ৩টায় মা মারা যান। পরে অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী হয়ে সকালে মনপুরায় মায়ের লাশ নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১২টায় জানাজা শেষে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, অগ্নিদগ্ধ সেই মা সখিনা বেগম মারা গেছে। সেই মাকে প্রথমে চিকিৎসার জন্য ১০ হাজার টাকাসহ ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।