27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রশাসন

১৭ পদাতিক ডিভিশনের পাঁচটি নতুন ইউনিটের পতাকা উত্তোলন

নবগঠিত ১৭ পদাতিক ডিভিশনে পাঁচটি নতুন ইউনিটের পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এ সময় সাবেক আরো চার সেনাপ্রধান উপস্থিত ছিলেন।

বুধবার সকালে সিলেট সেনানিবাসের ৮ সিগন্যাল ব্যাটালিয়নের প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।

ইউনিটগুলোর মধ্যে ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর পতাকা উত্তোলন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, ১৬১ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি, ইএমই-এর পতাকা উত্তোলন করেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মো. আব্দুল মুবিন, ৪২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-এর পতাকা উত্তোলন করেন সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) শাহ আতিকুর রহমান, ১২৬ ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন করেন সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) আবু সালেহ মো. নাসিম এবং স্ট্যাটিক সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন করেন সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হারুন-উর-রশীদ।
পতাকা উত্তোলন শেষে বক্তৃতায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সম্পদ। সার্বভৌমত্ব রক্ষায় সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী দেশের যেকোন দুর্যোগ মোকাবেলায় সর্বদা বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।

সেনা প্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত ‘প্রতিরক্ষা নীতি ১৯৭৪’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রণীত ‘প্রতিরক্ষা নীতি ২০১৮’ এর আলোকে উন্নয়ন ও সম্প্রসারণে বিশ্বাসী। এ লক্ষ্যকে সামনে রেখে সিলেটে ১৭ পদাতিক ডিভিশনসহ বাংলাদেশে একাধিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। যা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজন।

সেনাসদস্যের উদ্দেশ্যে ভাষণে সেনাবাহিনী প্রধান সকলকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার নির্দেশ দেন। সেই সাথে পেশাদারিত্বের কাঙ্খিত মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীন ও বাহ্যিক যেকোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামানসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের আগে প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ আখনুক বিল্লাহ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকশ দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official