নিউজ ডেস্ক:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিতর্কিত দুস্থ মানবতার হাসপাতালের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সরকারের স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডা. হিরন্ময় হালদার।
বুধবার দুপুরে পদত্যাগ পত্রের একটি অনুলিপি আগৈলঝাড়া প্রেসক্লাবে বাহকের মাধ্যমে পৌঁছে দেন তিনি।
ডা. হিরন্ময় হালদার তার পদত্যাগ পত্রে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দুস্থ মানবতার হাসপাতালে পরিচালক ও চিকিৎকের দায়িত্ব পালন করেছেন। এসময় হাসপাতালের কিছু কর্মকাণ্ডে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা, মালিক বা কর্তৃপক্ষ তার ওপর দোষ চাপানোর চেষ্টা করেছেন। যা তার ব্যক্তি জীবনের সমস্ত অর্জনকে প্রশ্নের সম্মুখীন করেছে।
এ অবস্থায় তিনি পরিচালক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তবে তিনি হাসপাতালে একজন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। এরপরও তার ওপর দোষ চাপানোর চেষ্টা করা হলে প্রয়োজনে চিকিৎসকের দায়িত্ব থেকেও পদত্যাগ করবেন।
ছবি: সংগ্রহ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, রোগ নির্ণয়ে ভুল রিপোর্ট দেয়া, অপচিকিৎসা, বিভিন্ন পরীক্ষা ও অপারেশনের নামে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াসহ নানা অভিযোগ রয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষের বিরুদ্ধে। এসব কারণে মাঝে মধ্যে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের মারামারির ঘটনাও ঘটছে।
এসব অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত হাসপাতালে অভিযান পরিচালনা করেন। অনিয়মের সত্যতা পেয়ে হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একেএম মনিরুল ইসলাম কর্তৃপক্ষকে রেজিস্ট্রার্ড চিকিৎসক, নার্স নিয়োগ, প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোসহ বিভিন্ন নির্দেশনা দেন। হাসপাতাল কর্তৃপক্ষ ৩ মাসের মধ্যে তা বাস্তবায়নের অঙ্গিকার করেন। এর প্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি মানবিক কারণে হাসপাতালটি খোলার অনুমতি প্রদান করেন।