27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা

ভোলায় আগুনে ৬ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক:

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১০ মার্চ) দিনগত রাতে বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।

আগুনে একটি ইলেকট্রনিক্স দোকান, একটি ওয়ার্কশপ, একটি মুদি ও একটি মোবাইল সার্ভিসিং দোকানসহ মোট ছয়টি দোকান পুড়ে যায়।

স্থানীয়রা জানান, রাতে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালায়। রাত ১টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ছয়টি দোকান।

লালমোহন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান গনি আমিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে লালমোহন ও তজুমদ্দিনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে।

এদিকে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

সম্পর্কিত পোস্ট

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

banglarmukh official

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

banglarmukh official

কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার ৫ যাত্রী নিহত

banglarmukh official

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

banglarmukh official

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত

banglarmukh official