স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:
বরিশালে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এরপর সেখান থেকে শিশু-কিশোর ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে দুইদিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস,বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো. মোশাররফ হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ।
এছাড়া সব ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করেছে জেলা প্রশাসন।