27 C
Dhaka
মে ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

চোট পিছু ছাড়ছে না টাইগারদের

বিশ্বকাপের আগে কিছুতেই চোট পিছু ছাড়ছে না টাইগারদের। এবার চোটে পড়লেন অফ-স্পিনিং অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই আবাহনীর এই ক্রিকেটার। প্রাথমিকভাবে তার চোটকে গুরুতর মনে করছেন না বিসিবির ক্রীড়া চিকিৎসকরা। তারপরেও তাকে আপাতত একদিনের জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংসের ২৬তম ওভারে আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের বলে শর্ট কাভারে ফিল্ডিং করার সময় চোট পান মিরাজ। মোসাদ্দেকের অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেওয়া বলে ড্রাইভ করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। ঝাঁপিয়ে বল থামানোর চেষ্টায় আঙুলে চোট পান মিরাজ।

এরপর তার আঙুল বেশ কিছুক্ষণ ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখার পরামর্শ দেন ফিজিও। পরে মিরাজ যান বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসকের কাছে। সর্বশেষে পাওয়া খবর অনুযায়ী, এখনও মিরাজের আঙুলে ব্যথা আছে। চিকিৎসকরা তাকে একদিনের পর্যবেক্ষণে রেখেছেন। ম্যাচটিতেও ৬ হেরে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়েছে মিরাজের দল আবাহনী লিমিটেড।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official