স্টাফ রিপোর্টার//সাবিহা উর্মি:
গলাচিপায় পহেলা বৈশাখ-কে সামনে রেখে রামনাবাদ, আগুনমুখা, বুড়াগৌরাঙ্গ ও তেতুলিয়া নদীতে ইলিশ নিধনের উৎসব করছে জেলেরা। পহেলা বৈশাখে বেশী মুনাফা আদায়ের জন্যই তাদের ঝাটকা ইলিশ নিধনের উৎসবের মাত্রা যেকোন সময়ের চেয়ে অনেক বেশী বলে মনে করছে সচেতন মহল।
এদিকে ১০ ই এপ্রিল বুধবার দুপুরে রামনাবাদ নদীতে গিয়ে দেখা গিয়েছে শতাধিক জেলে অবৈধ কারেন্ট জাল দিয়ে প্রকাশ্যে দিবালোকে ইলিশ নিধনে মেতে রয়েছে। এ যেন দেখার কেউ নেই। অপরদিকে জেলেদের জালে ধরা পরা জাটকা ইলিশ গলাচিপার বাজারে প্রতিদিন দিনের বেলা প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
আবার সন্ধ্যার পরে পানপট্টি বাজারে বিক্রি হচ্ছে। দেখলে মনে হবে এখানে অবৈধ কারেন্ট জাল ও ঝাটকা নিধনের বিরুদ্ধে সরকার ঘোষিত কোন আইন চলে না। চলে জেলেদের গড়া আইন। নদীর তীরবর্তী গলাচিপা বাজার, উলানিয়া বাজারসহ বেশ কয়েকটি দোকানে কারেন্ট জাল বিক্রি করা হয়। সচেতন মহল ও সাধারণ মানুষ মনে করেন জাটকা ইলিশ নিধন ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ স্বীকার বন্ধ করার জন্য সরকার ঘোষিত যথাযথ আইন প্রয়োগ করে জেলেদের ইলিশ মাছ স্বীকারের কঠিন সময়ে নদীতে নামতে বাধ্য করতে পর্যাপ্ত অভিযান পরিচালনা করা জরুরী হয়ে পড়েছে।
এ পসঙ্গে গলাচিপা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মুজাম্মেল হক জানান, জাটকা নিধনের অভিযান চলছে।