মরক্কোর মেয়ে জাইনাব আইতোখাইকে বিয়ে করলেন চিত্রনায়ক রুবেলের ছেলে নিলয় পারভেজ।
বৃহস্পতিবার ঢাকায় বিয়ে সম্পন্ন হয়েছে।
মাসুম পারভেজ রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নীলয় পারভেজ নীলয়।
এর আগে রাজধানীর লেডিস ক্লাবে বাঙালি রীতিতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এসআই টুটুল, অভিনেত্রী তানিয়াসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।