বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন শাহাবুদ্দিন খান।
শুক্রবার সন্ধ্যায় শহরের আমতলার মোড়স্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী কার্যালয়ে তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান।
এর আগে তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
ডিআইজি মর্যাদার কর্মকর্তা শাহাবুদ্দিন খান সর্বশেষ শিল্প পুলিশে দায়িত্ব পালন করেছেন। ঝিনাইদাহ জেলার শৈলকুপার সন্তান শাহাবুদ্দিন খান বিগত সময়ে র্যাব- ১০এর অধিনায়ক ছিলেন।
গত ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।