বাঙালি জাতির জন্য নতুন বছর নতুন বার্তা বয়ে আনবে, বাঙালির জীবন হবে সমৃদ্ধ। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ গণভবনে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী জাতিকে সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তােলার প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন, আমাদের উন্নয়নের যে অগ্রযাত্রা তা অব্যাহত থাকবে। বিশ্ব দরবারে বাঙ্গালী জাতি মাথা উঁচু করে চলবে। বিশ্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। এর আগে বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।