বরিশাল নগরীর রুপাতলীতে ফের মাদ্রাসা শিক্ষার্থীকে পেটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত ওই শিক্ষার্থীকে বুধবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম মোঃ মুঈন। রুপাতলী ‘মাদ্রাসায়ে দাওয়াতুল কুরআন’ মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র সে।
দুষ্টুমি করার কারনে এক সপ্তাহ আগে শিক্ষক হাফেজ আহম্মদ এসএস পাইপ দিয়ে পিটিয়ে ডান হাতের আঙুল ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ ওই শিক্ষার্থীর বাবা কাওসার শিকদারের।
তিনি আরো বলেন, মারধরের বিষয়টি যেন কেউ না জানে সেজন্য মুঈনকে শাসিয়েছেনও অভিযুক্ত শিক্ষক হাফেজ আহম্মদ। যেকারনে হাতে বিষ ফোঁড়া হয়েছে ভেবে মুঈনকে ঝালকাঠী সদর হাসপাতালে ভুল চিকিৎসা দেয়া হয়েছে। পরে মারধরের বিষয়টি খোলাসা করলে মুঈনকে উন্নত চিকিৎসার জন্যে শেবাচিম হাসপাতালে নেয়া হয়।
কাওসার বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদের কাছে অভিযোগ দেয়া হলে তিনি ক্ষিপ্ত হয়ে যান। এসময় অধ্যক্ষ ইউনুস আহমেদও অপরাধের কথা স্বীকার না করে উল্টো আমাকে শাসিয়েছেন।
তবে ‘মাদ্রাসায়ে দাওয়াতুল কুরআন’ মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে মাদ্রাসা শিক্ষকদের সুনাম ক্ষুন্ন করার জন্যে ওই শিক্ষার্থীর বাবা নাটক সাজিয়েছেন। শিক্ষার্থী মুঈন মাদ্রাসার মধ্যে খেলা করার সময় বেঞ্চ থেকে পড়ে যায়। পরে অভিবাবকদের ডেকে তার চিকিৎসার কথা বলেন।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।