Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজণীতি

কষ্ট করে চাষাবাদ করবে না কৃষকরা: আশঙ্কা অর্থমন্ত্রীর

শস্য বীমার টাকা পাওয়ার জন্য কৃষকরা কষ্ট করে চাষাবাদ করবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর শস্য বীমা সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মুস্তফা কামাল বলেন, ‘শস্য বীমার প্লাসেস, মাইনাসেস দুটোই আছে। যদি শস্য বীমা আমরা করি তাহলে আমাদের দেশে মাঝে মধ্যে, আমি সবাইকে দোষ দেব না। মাঝে মধ্যে আমরা দেখতে পাই অনেক সময় নিজের গোডাউনে নিজে আগুন লাগিয়ে বীমার দাবি করে।

তিনি বলেন, ‘আমরা যদি শস্য বীমা স্বাভাবিকভাবে সারাদেশে দিতে থাকি তাহলে আমাদের ভয়টা হচ্ছে কৃষকরা তখন বীমার টাকা পাওয়ার জন্য কষ্ট করে চাষাবাদ করবে না। তাহলে আমদানি করে আমাদের ভাত খেতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘এ বছর আমাদের সবচেয়ে বেশি গ্রোথ চালের। সেটা কিন্তু আমরা ঘটাতে পারব না। কিছু ক্ষেত্রে, ভার্নায়েবল এলাকায় আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা একটা দুইটা প্রকল্প করব। যদি ভালোভাবে চলে তাহলে আমরা আগামীতে বড় পরিসরে সেগুলো নিয়ে ভাবব। পৃথিবীর বিভিন্ন দেশে আছে এবং সেখানে ফেইলরও আছে, সাকসেসও আছে। কিন্তু ফেইলরের সংখ্যা কিন্তু কম না।’

তিনি বলেন, ‘সে বিবেচনায় আমরা করব। খুব সিলেকটিভ বেসিসে করব। পাহাড়ি ঢল নামে যে হাওর এলাকায় বিষয়টি আমার মাথায় আছে। হাওর এলাকার জন্য আমরা একটা/দুইটা টেস্ট কেস শুরু করব। যদি ভালোভাবে চালাতে পারি তাহলে আস্তে আস্তে সারাদেশে এটা বিস্তৃতি করব।’

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official