স্টাফ রিপোর্টার// কায়ুম খান:
ওরা ৩ জন তরুন যুবক। হাসিবুর রহমান হাসিব,শুভ কুন্ড,চন্দন দাস। কিছু উদ্যোগি তরুনদের নিয়ে গড়ে তুলেছে রয়েল ক্যাটারিং।
আজ ১৫ মে বুধবার রয়েল ক্যাটারিং এর উদ্যোগে এতিম শিশুদের নিয়ে এই ১ম বারের মত অনুস্ঠিত হল মাহে রমজানের ইফতার। বরিশাল নগরীর চাঁদমারী এলাকার চাঁদমারী এতিমখানা মাদ্রাসার এতিম হাফেজ বাচ্চা ও কোরআনে হাফেজ বাচ্চাদের নিয়ে এই ইফতার আয়োজন।
৩৪ জন এতিম বাচ্চা সহ প্রায় ৩৫০ জন কোরআনে হাফেজ শিশু ও রয়েল ক্যাটারিং এর সদস্যদের নিয়ে এই ইফতার আয়োজন। রয়েল ক্যাটারিং এর সদস্য চন্দন দাস বলেন আমরা এই সব কোমল মতি কোরআনে হাফেজ শিশু এবং এতিম শিশুদের পাশে সব সময় থাকতে চাই। তিনি আরো বলেন, এতিম শিশুদের দাথে আনন্দ ভাগ করে নেয়ার মাঝেই প্রকৃত সুখ। তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে আহবান করেন, আসুন আমরা জাত ভেদ নির্বিশেসে এই সব এতিম শিশুদের পাশে দ্বারাই।