বরিশালে “কৃষকের নামে দায়ের কৃর্ত সার্টিফিকেট মামলা ও গ্রেপতারী পরোয়ানা প্রত্যাহার, দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋন সুদ আসল মওকুফ করা সহ অভিলম্বে কৃষকের ধানের লাভজনক দাম নিশ্চিত করা এবং কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নগরীর সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।নবীন আহমেদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গন সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু, শ্রমীক নেতা রাজ্জাক সিকদার, আরিফুর রহমান মিরাজ। অনুষ্ঠান সঞ্চলনা করেন রাইদুল ইসলাম শাকিব।