স্টাফ রিপোর্টার// কায়ুম খান:
গতকাল ১৬ মে (বৃহস্পতিবার) পটুয়াখালী জেলার টাউন কালিকাপুর এলাকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভা শাখার উদ্যোগে দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের নিয়ে মাহে রমজানের ইফতারের আয়োজন করা হয়। বৃদ্ধদের সাথে আড্ডা,গল্প,একসাথে ইফতারি,চমৎকার একটি উদ্যোগ।
তারা খুব খুশি কারণ তাদের নাতিরা আসছে নাকি তাদের দেখতে।এক মুরব্বিতো মহা খুশি, কারণ সে কখনো ফোন চালাই নাই তো আজকে তাকে ছবি তোলা শিখানো হল।কি যে হাসি এবং লজ্জা ক্লিক করার সময়ে। আসলে জীবন বলে সত্যি কিছু নেই,জীবন জীবিত থাকার অভিনয়। কারণ প্রত্যেকটা লোকের ভিতরে চাঁপানো আছে হাজারো কষ্ট,হাজারো তৃষ্ণা। কেউ একবারের জন্যও ভাবেনি যে তাদের বৃদ্ধাশ্রমে এসে থাকতে হবে।
তাদের থাকার জায়গা আছে,খাওয়ানোও হয় ঠিকমত।কিন্তু ঔষধ কেনার মতো টাকা নেই।মাঝে মাঝে কোনো কিছু খেতে মন চাইলে খেতে পারেনা, সরকারী ওষুধ যা দেয় তাতে তাদের হয় নাহ,কেউ আবার চোখে দেখতেও পায় না।
প্রথম আলো বন্ধুসভার সদস্য মোঃ তরিকুল ইসলাম বলেন, মানুষের মনে কতটা হাহাকার বা কষ্ট থাকলে তারা বলতে পারে যে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রতিনিয়ত দুয়া করতে থাকে। তিনি আরো বলেন, আল্লাহ্ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক।বৃদ্ধাশ্রম যেনো নাহয় কোনো মানুষের থাকার জায়গা।।। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জানান এতো সুন্দর প্রোগ্রাম আয়োজনে সহযোগীতা করার জন্য।।
