মাদক সন্ত্রাস ইভটিজিং ও অপরাধমুক্ত ‘নিরাপদ বরিশাল’ গঠনে এক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশালের সাংবাদিক সমাজ। উন্নয়নের মহাসড়কে থাকা দেশকে সামনে এগিয়ে নিতে এই দুই পেশার কাজ, লক্ষ-উদ্দেশ্য এক ও অভিন্ন। শুক্রবার বিকেল চারটায় বিএমপি কমিশনারের কার্যালয়ের হলরূমে মতবিনিময় সভায় এমন প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় বিএমপিতে নবাগত পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার স্বাগত বক্তব্যে বলেন, আমরা সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করতে চাই। এ জন্য এই দুই পেশার মধ্যে সুসম্পর্ক বজায় ও সহযোগীতা প্রয়োজন। আগামী পথ চলায় সকল সাংবাদিকদের কাছে পরামর্শ ও সহযোগীতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এসোসিয়েশন’র সভাপতি পুলক চ্যাটাজী, সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, ইলেক্ট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবীর, মফস্বল সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী মিরাজ মাহমুদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারী স্বপন খন্দকার, নিউজ এডিটরস কাউন্সিল’র সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সেক্রেটারী খন্দকার রাকিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এম.অর প্রিন্স, সেক্রেটারী আরিফুর রহমান সহ বিভিন্ন সাংবাদকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ব্যুরো চীফ, জাতীয় দৈনিকের ব্যুরো প্রধান, স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশক-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলশের অতিরিক্ত কমিশনার, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী কমিশনার বৃন্দ, বিএমপির সব কয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বিএমপি ট্রাফিক বিভাগের উদ্র্ধতন কর্মকর্তাবৃন্দ, ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিনিয়র সাংবাদিকরা নানান বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান এসব প্রশ্নের জবাব দেন এবং মতামতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।