দলবদলের বাজার এখনও বসেনি। তার আগে থেকেই ক্লাব কর্তৃপক্ষ নিজেরেদ প্রস্তুতি ভালোভাবে সেরে নিচ্ছেন। চাউর হচ্ছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তরুণ স্ট্রাইকার লুকা জোভিচকে দলে ভেড়াচ্ছে জিদানের রিয়াল মাদ্রিদ।
এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম হট-কেক জোভিচ। জার্মান লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সার্বিয়ার এই তরুণ ফুটবলার। ইউরোপিয়ান ফুটবলের চলতি মৌসুমে বেশ নজর কেড়েছেন।
শোনা যাছে, সেই জোভিচ নতুন মৌসুমে যোগ দিতে চলেছেন রিয়াল মাদ্রিদে। স্কাই জার্মানির খবর অনুযায়ী, ৬ কোটি পাউন্ডে আইনট্রাখট থেকে জোভিচকে নিতে চলেছে রেয়াল। পাঁচ বছরের চুক্তিতে।
অন্যদিকে স্প্যানিশ ক্রীড়া সংবাদ পত্র মার্কার খবর অনুযায়ী, এই দলবদলে আরও কিছুটা দর বাড়িয়ে ৭ কোটি পাউন্ডের কিছু বেশিতে জোভিচকে ছাড়তে চায় জার্মানির ক্লাবটি।
২১ বছর বয়সি জোভিচকে বেঞ্জেমার ব্যাক-আপ হিসাবে রাখতে চাইছে রেয়াল। এই মুহূর্তে কেরিয়ারের গোধূলি লগ্নে বেঞ্জেমা। অন্যদিকে রোনালদোর দল ছাড়ার পর তেমন কাউকে নিতে পারেনি রেয়াল। ফলে সেই লক্ষ্যে রিয়ালের অন্যতম তারকা হতে পারেন জোভিচ।
এখন দেখার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন তরুণ জোবিচ।