|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি নিজের করে নিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজদের বিপক্ষে এ রেকর্ড গড়েন মোসাদ্দেক।
২৪ ওভারে উইন্ডিজদের দেয়া ২১০ রানের বিশাল লক্ষ্যে সাত নম্বরে ব্যাটিং নেমে ২০ বলে অর্ধশতক তুলে নিয়েছেন সৈকত। পাঁচটি ছয় এবং দুটি চারের মার ছিল তাঁর অর্ধশতকের ইনিংসটিতে। শেষ পর্যন্ত ২৪ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি।
এর আগে সবচেয়ে কম বলে বাংলাদেশের হয়ে অর্ধশতকের রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ইংলিশ কন্ডিশনে ন্যাটওয়েস্ট সিরিজের ২১ বলে অর্ধশতক রান সংগ্রহ করেন আশরাফুল।
২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বলে অর্ধশতক তুলে নিয়েছিলেন বাঁহাতি আব্দুর রাজ্জার। দ্রুত অর্ধশতক তুলে নেয়ায় তৃতীয়তে আছেন তিনি। ২২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রাজ্জাক।
দ্রুততম অর্ধশতকের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরপুরে ২০০৬ সালে ২৬ বলে অর্ধশতক রান সংগ্রহ করেন তিনি।
পঞ্চম অবস্থানে আছেন সৌম্য সরকার। আজকের ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৭ বলে অর্ধশতক তুলে নিয়েছিলেন তিনি।