স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
আজ ২০ মে (সোমবার) ভোর রাতে যশোর জেলার বেনাপোলের নটাদিঘা গ্রাম থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। আত্মহত্যাকৃত নারীর নাম শারমিন আক্তার(২২)। শারমিন বেনাপোলের নটাদিঘা গ্রাম নিবাসী আক্তারুল ইসলামের স্ত্রী।
প্রতক্ষদর্সীদের কাছ থেকে জানা যায়, বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে শারমিন। বেনাপোল পোর্ট থানার এস আই এইচএম লতিফের কাছ থেকে জানা যায়, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসেন তিনি ও তার টিম । তিনি আরো বলেন, এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।