পটুয়াখালীর কলাপাড়ায় পুকুড়ে পড়ে আমানুল্লাহ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদি বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশিরা জানান, শিশুটির মা তাকে পুকুর ঘাটে রেখে ঘরে যান। কিছুক্ষন পরেই এসে আমানুল্লাহকে না পেয়ে অনেক খোঁজাখুজির পর ঐ পুকুর থেকেই তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
নিহত শিশু আমানুল্লাহ ঐ ইউনিয়নের অলিউল্লাহ হাওলাদারের পুত্র।