অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাবার বিক্রির অপরাধে বরিশাল নগরীর তিনটি অভিজাত চাইনিজ রেস্তরাকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বরিশাল র্যাব-৮ সদস্যদের সহযোগিতায় সোমবার (২০ মে) বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন শীষ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।
তথ্য নিশ্চিৎ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন শীষ জানান, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে বিকাল ৪টায় নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় নগরীর পুলিশ লাইন রোডের অভিজান চাইনিজ রেস্তরা হুপার্সকে ১০ হাজার টাকা, নগরীর সিএন্ডবি রোডের তাওয়া রেস্টুরেন্টকে ২ হাজার ও পাশর্^বর্তী গোলপাতা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইফতার সামগ্রী সহ অন্যান্য খাদ্যে ভেজাল, মেয়াত উত্তীর্ণ খাবার রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারনে ওই তিনটি রেস্টুরেন্টকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড দেয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে আর্থিক জরিমানা করা হয়। যার মধ্যে হুপার্স চাইনিজ রেস্তরায় অপরাধের গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।