28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

অসুস্থ্য মিয়ারাজের পাশে জেলা প্রশাসক মোস্তফা কামাল

শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নাধীন সোনার মোড় সংলগ্ন খাল পাড়ে মিয়ারাজ বসবাস করেন। মিয়ারাজ প্রায় চার বছর আগে শত্রুতামূলকভাবে ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন এবং সেই থেকে তিনি অসুস্থ ও শয্যাধীন। অসচ্ছল পরিবার হওয়ায় তার পক্ষে চিকিৎসা ব্যয় নির্বাহ করা এক প্রকার অসম্ভব। তার সাথে কথা বলে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ থেকে জানানো হয়েছে, পঞ্চাশ/ষাট হাজার টাকা হলে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

বিষয়টি সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল জানতে পেরে শ্যামনগর সহকারী কমিশনার( ভূমি) সুজন সরকার কে তাৎক্ষণিকভাবে জানান এবং মিয়ারাজ এর সাথে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করেন। সে প্রেক্ষিতে সোমবার সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার মিয়ারাজ এর বাড়িতে যায়। এসময় তার সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও বারসিক কর্মকর্তা সাংবাদিক গাজী আল ইমরান।

এসময় অসুস্থ মিয়ারাজ এর চিকিৎসা ব্যয় নির্বাহে জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয় তার পাশে থাকবেন মর্মে তাকে জানান। এসময় সহকারী কমিশনার ভূমি সুজন সরকার বলেন, আমাদের মানবিক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল স্যার অত্যন্ত মানবিক ব্যক্তি। তিনি মিয়ারাজের বিষয়ে জানার সাথে সাথে আমাকে এখানে আসার জন্য নির্দেশ দিয়েছেন, এজন্য আমি এসেছি।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official