বাকেরগঞ্জ উপজেলার ভূমিহীনদের বিভিন্ন সময় সরকার কর্তৃক দেয়া বন্দবস্তকৃত জমি ভূমিহীনরা ভোগ দখলে না আসতে পারায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিগত ১৯৮৭/৮৮ সন থেকে এপর্যন্ত প্রত্যেককে ভিন্ন ভিন্ন পরিমানে অত্র উপজেলার জেএল ৭৮ নং খয়রাবাদ মৌজায় সর্বমোট ১৮ একর ৬৫ শতাংশ জমি সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ হইতে মুক্তিযোদ্ধা সহ ২০ জন ভূমিহীনকে দলিলের মাধ্যমে সরকার কর্তৃক হস্তান্তর করা হয়। বিগত সময়ে বিভিন্ন বছরে উপজেলা ভূমি অফিস হইতে সরজমিনে তাদেরকে জমি বুঝিয়ে দিলেও প্রভাব শালী মহল তাদেরকে চাষাবাদ করতে বাধা দেয়। এ সময় তারা উক্ত জমির দখল থেকে উচ্ছেদ হয়। উক্ত ভূমিহীনরা উপজেলা ভূমি অফিসে ধরনা ধরেও কোন প্রতিকার পায়নি।
বর্তমান সহকারী কমিশনার ভূমির র্নিদেশে অত্র অফিসের সার্ভেয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন সরজমিনে গিয়ে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জোমাদ্দার সহ বিশ ভুমি হীনদের স্থানিয় গন্যমান্য ব্যাক্তি গনের উপস্থিতিতে উক্ত জমি সকলকে বুঝিয়ে দেন। এতে ভূমি হীনরা সন্তোস প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানান।
এখন দেখার বিষয় উক্ত জমি ভূমি হীনরা ভোগ করতে পারে কিনা !