বাংলাদেশ দলের সেরা ডেথ ওভার স্পেশালিষ্ট হিসেবে দেখা হত মুস্তাফিজকে। তার ওভারগুলোর অধিকাংশই দেয়া হত ওই সময়টায় যাতে করে প্রতিপক্ষ ব্যাটসম্যান সুবিধা করতে না পারে। সেখানে মুস্তাফিজের সাথী হত সাকিব আল হাসান। সাকিবও ডেথ ওভারে পরিক্ষিত পারফর্মার।
মুস্তাফিজের চেয়েও দুর্দান্ত এক বোলারের সন্ধান পেলেন মাশরাফি! সাম্প্রতিক সময়ে ডেথ ওভারে তাদের সাথে দেখা যায় সাইফ উদ্দিনকে। যেকোন কন্ডিশনে সে দুর্দান্ত এক বোলার। সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজেও নিজের প্রমান রেখেছেন তিনি। আর এই সাইফ উদ্দিন এখন ডেথ ওভারে মুস্তাফিজের থেকেও ভালো বোলিং করছে বলেই মনে করেন মাশরাফি।
তিনি বলেন, সাইফ উদ্দিন অসাধারণ ডেথ বোলিং করছে। সাথে ব্যাটিংও পরে। সবচেয়ে বড় কনসিডারেশন হচ্ছে সাইফউদ্দিন অসাধারণ ডেথ বোলিং করছে। অনেক সময় মুস্তাফিজের থেকেও ভালো করছে সে। সব কন্ডিশনেই সে ভালো বোলিং করছে।