স্টাফ রিপোর্টার // কাইয়ুম খান:
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশের একমাত্র প্রস্তুতকারি ড্রিংকিং ওয়াটার মুক্তা। এই ড্রিংকিং ওয়াটার মুক্তার কারখানা ঢাকা বিভাগের গাজীপুরে জেলায় অবস্থিত। এর বিশেষত্ব হল এই কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা পরিচালনা করা হয়।
কোন স্বাভাবিক, সুস্থ মানুষকে এখানে কাজ দেওয়া হয় নি। এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। সরকারি হাই লেভেলের মিটিং ও প্রোগ্রামগুলোতে এ পানি ব্যবহার করা হয়।এর থেকেই বোঝা যায় এটি কেমন বিশুদ্ধ হতে পারে অথচ দাম একই।
কোন বিজ্ঞাপন না থাকার কারণে এর প্রসার ঘটছেনা, সেই সাথে প্রতি জেলায় জেলায় ডিলার দরকার। এ পানিতে কখনোই শ্যাওলা বা ময়লা পাওয়ার সম্ভাবনা নেই, এখানে অত্যন্ত যত্ন ও সতর্কতার সাথে মাটির নিচ থেকে পানি তোলা হয়, বিশুদ্ধ করা হয় এবং বোতলজাত করা হয়। তাই প্রতিবন্ধীদের সহযোগিতায় সমাজের সর্বস্তরের মানুষের এই পানি কেনা উচিত।