স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
আপনারা খেয়াল করলে দেখবেন মসজিদ,মাদ্রাসা, এতিমখানার নাম করে রশিদ দিয়ে টাকা আদায় করে কিছু মানুষ। তাদের মধ্যে যে সবাই ভাল তা কিন্তু নয়। এদের ভিতরেও আছে কিছু প্রতারক ধর্ম ব্যবসায়ী। গতকাল ২৫ মে, (শনিবার) ঢাকার এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ৩ জন ধর্ম ব্যবসায়ী প্রতারককে আটক করেছে রোজাদার জনতা। আটক করে জনতা তাদের তল্লাসি চালায়।
তিন জনের কাছে একাধিক মসজিদ,এতিমখানার নামে নিজেদের তৈরি ভুয়া রশিদ পাওয়া যায়। তাদের রশিদের নাম্বারে কল করলে বাম থেকে ১ম জনের ফোন বেজে উঠে। সারা বছরই এই সব প্রতারকদের দেখা যায় তবে রমজান মাসে এই চক্র বিশেষ তৎপর থাকে।