স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশাল নগরীতে লেগেছে উন্নয়নের ছোয়া। চলছে রাস্তা ঘাট সংস্কারের কাজ। আর এর পিছনে যার অবদান তিনি হলে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
গতকাল ২৬ মে রবিবার রাতে বরিশালের নগরীর ২৯ নং ওয়ার্ডের রাস্তার খানা খন্দ পরিদর্শন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রাস্তার চরম খারাপ অবস্থা দেখে তিনি দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা নিতে বলেন। এসময় তিনি বলেন, বরিশাল নগরীতে কোন রাস্তা ঘাট ভাংগা থাকবে না। রাস্তা হবে বিশ্বমানের।