27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

মার্কিন যুক্তরাষ্ট্র বেশ বড়সড় থাক্কা খেতে যাচ্ছে হুয়াওয়ের কাছ থেকে।

অনলাইন ডেস্ক:

২০১৮ সালে গুগল প্লে-স্টোর থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, এর মধ্যে ৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার এসেছে হুয়াওয়ে ফোন থেকে চীনভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ের ওপর গুগলের নিষেধাজ্ঞার ফলে ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার বার্ষিক রাজস্ব হারাবে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশি টাকায় যা সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি (৩৫৭৪ কোটি ২২ লাখ ৮৭ হাজার ৫০০)। মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচ সতর্ক করে বলেছে, হুয়াওয়ের নিষেধাজ্ঞার ঘটনায় অ্যাপলের ব্যবসায় ঝুঁকি তৈরি হবে। সবচেয়ে বাজে পরিস্থিতি সৃষ্টি হলে আইফোন নির্মাতার বৈশ্বিক মুনাফা ২৯ শতাংশ পর্যন্ত কমে যাবে। কারণ, আইফোনের মোট বিক্রির ১৭ শতাংশই হয় চীনে। প্রযুক্তি বিষয়ক অনলাইন টেক ডেটোরের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে কালো তালিকাভুক্তির পর গুগল এই ক্ষতি ঠেকাতে পারবে না। নোমুরা ইনস্টিনেটের প্রতিবেদনে বলা হয়, বিশ্বে ৫০০ মিলিয়ন হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। তাদের মধ্যে ৫২ শতাংশ চীনের নাগরিক, যেখানে গুগল প্লে-স্টোর সহজলভ্য নয়। এ সিদ্ধান্তে এশিয়া (চীন ছাড়া) ও ইউরোপের বিশাল বাজারগুলোর প্রভাব রয়েছে। ২০১৮ সালে গুগল প্লে-স্টোর থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, এর মধ্যে ৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার এসেছে হুয়াওয়ে ফোন থেকে। এই বিক্রয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনারেটর ইউরোপ। এইদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি প্রয়োজন হয় তবে যেকোন ইস্যুতে দীর্ঘ লড়াইয়ের জন্য চীন প্রস্তুত ।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official