শেষ হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। আগামীকাল থেকেই শুরু হবে ক্রিকেটের মহারণ। তবে ঐতিহাসিক ভেন্যু দ্য ওভালে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে আগামী ২রা জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ উপলক্ষে বাংলাদেশ দল অবস্থান করছে ওয়েলসের কার্ডিফে। আজ বিকেল ৪টায় প্রথম ম্যাচের ভেন্যু লন্ডনের উদ্দেশ্যে কার্ডিফ ছাড়বে বাংলাদেশ দল। বিসিবির মিডিয়া উইং ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বাকিংহ্যাম প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অতিথি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে শুধু মাশরাফী একই নন- বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাকি ৯ দলের অধিনায়করাও অংশ নেবেন এই অনুস্থানে। বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে।
রাণীর রাজপ্রাসাদ থেকে এরপর মাশরাফী অংশ নেবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। লন্ডনের রাজকীয় রাস্তা ‘দ্য মল’এ আয়োজিত হবে ১ ঘণ্টা ২০ মিনিটব্যাপী সেই ওপেনিং পার্টি।