16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজণীতি

বিএনপির বিভাজিত নেতৃত্ব কীভাবে শিরদাঁড়া উঁচু করবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন করে শিরদাঁড়া উঁচু করে দুঃশাসনের অবসান করবে? শিরদাঁড়া উঁচু করতে হলে নিজের কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে। যেখানে বিএনপির নেতৃত্বই বিভাজিত, তারা কেমন করে শিরদাঁড়া উঁচু করবে?

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে এক মতবিনিময় সভায় মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

২০ দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টির ইফতার অনুষ্ঠানে গতকাল বুধবার বিএনপির নেতা-কর্মীদের চাঙা করতে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের অনেকে আজ হতাশায় ভুগছেন। আমি মনে করি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। হতাশা কখনো আমাদের লক্ষ্যে পৌঁছাবে না। তিনি বলেন, লক্ষ্যে পৌঁছাতে হলে বাধা-বিপত্তিকে অতিক্রম করে আমাদের শিরদাঁড়া সোজা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ শাসনকে দুঃশাসন হিসেবে ভাবছে না। বিরোধী দল বিএনপি নেতা-কর্মীদের চাঙা করার জন্যই বিরোধী দলের এই ধরনের বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, বিএনপির মহাসচিব একদিকে সংসদে যোগ না দিয়ে আসনটি শূন্য করেন। আবার ওই আসনের উপনির্বাচনে তাঁরা নতুন করে প্রার্থী দেন। আবার মহিলা আসনের প্রার্থী দেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর ছুঁয়ে খালেদা জিয়াকে মুক্ত করার প্রতিজ্ঞা করার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন মুখে শুনেছি, বাস্তবে দেখিনি। এটা তো বারবার শুনে আসছি। তিনি আরও বলেন, ভবিষ্যতে আন্দোলন করার শপথ মুখে নিলেই হবে না, বিএনপি আন্দোলনের শপথ কীভাবে নিল এটা দেখার অপেক্ষায় রইলাম। আর আন্দোলন রাজনৈতিক হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়ায় লড়তে হবে। আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করার শপথ, তারা নিতেই পারে। সেখানে আমাদের আপত্তি বা বাধা থাকবে না।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official