নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের অভ্যন্তরে নতুন ট্রান্সফরমার স্থাপনের সময় এ অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ১৩২ কেভি সঞ্চালন লাইনের জন্য নতুন একটি ট্রান্সফরমার বিদ্যুৎ কেন্দ্রের সুইস ইয়ার্ডে বসানো হয়। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান বলেন, “কাজ শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কিছুক্ষণ পর হঠাৎ স্থাপন করা নতুন ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
সাজ্জাদাুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট বন্ধ হয়ে যায়। “বন্ধ ইউনিটগুলো হলো আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ২২৫ মেগাওয়াট সিসিপিপি ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৫ নম্বর ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিট ও বেসরকারি ১৯৫ মেগাওয়াট ইউনাইটেড পাওয়ার, ৫৫ মেগাওয়াট ক্ষমতার প্রিসিসন এনার্জি পাওয়ার প্লান্ট।
প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান আরও জানান, বন্ধ হওয়া ইউনিটগুলোর মধ্যে ২২৫ মেগাওয়াট সিসিপিপি ইউনিট এবং ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিট রাত পৌনে ৯টায় চালু হয়েছে। তিনি বলেন, বাকিগুলোর মেরামত চলছে। কয়েক ঘণ্টার মধ্যেই সবগুলো চালু হয়ে যাবে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।