স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঁচা ও বাসি খাবার বিক্রির অপরাধে মোহনা এবং অর্পিতা নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমান করেছে।
আলাদা আলাদা দুই জন ক্রেতার অভিযোগের ভিত্তিতে বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত মোহনা জেনারেল স্টোর এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজর পাশে চৌমাথায় অবস্থিত অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে অভিযুক্ত করা হয়।
বরিশাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানা যায়, মে মাসের ১ তারিখে শাহাদাত তালুকদার নামে এক ক্রেতা এক পাউন্ড কেক ক্রয় করে অর্পিতা মিষ্টান্ন ভান্ডার থেকে। বাসায় নিয়ে খাবার সময় দেখে কেকটি টক।শাহাদাত দোকানদারকে জিঙ্গেস করলে তার ওপর ক্ষেপে যায় দোকানের লোকজন। শাহাদাত লিখিত অভিযোগ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বরিশালের সহকারী পরিচালক সোয়ের হোসাইন এর কাছে।
অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে ডাকা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় এবং প্রমাণাধি সঠিক থাকায় অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডাকে ৫ হাজার টাকা জরিমান করা হয়। জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১হাজার ২শত পঁচিশ টাকা বিধি মোতাবেক অভিযোগকারী শাহাদাতকে দেয়া হয়। মোহনা জেনারেল স্টোরের বিরুদ্ধে বাসি ও পঁচা পিঠা বিক্রি করার অভিযোগ লিখিত আকারে দাখিল করেন অন্য এক ভোক্তা। অভিযোগের সত্যতা এবং প্রমাণাধি ঠিক থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় মোহনা জেনারেল স্টোরকে।