স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
আজ ০১ জুন শনিবার, ইয়ুথ চেইঞ্জ মেকার বরিশাল ও বরিশাল বিশ্ববিদ্যালয় টিমের আয়োজনে বরিশাল নগরীর ২৫ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ছবি: শাওন অরন্য।
দেশের কিছু উদ্যমী তরুণদের দ্বারা পরিচালিত “ইয়ুথ চেইঞ্জ মেকার” সংগঠনের অন্যতম ফ্লাগশিপ ইভেন্ট “সহমর্মিতার হাত”।
ইয়ুথ চেইঞ্জ মেকার এর সদস্যরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এই ঈদ সামগ্রী ক্রয় করা হয়। ঢাকা, চট্টগ্রাম অঞ্চলের পর বরিশাল অঞ্চলে এই আয়োজনটি করা হয়।
ছবি: শাওন অরন্য।
প্রথমে ইয়ুথ চেইঞ্জ মেকার বরিশাল অঞ্চলের সদস্যরা বরিশাল নগরীতে অসহায় দরিদ্র ২৫ টা পরিবার খুঁজে বের করে, তারপর তাদেরকে এই ঈদ সামগ্রী বিতরন করে।
ছবি: শাওন অরন্য।
ঈদ সামগ্রী বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন এই প্রোগ্রামের বরিশাল অঞ্চলের আহবায়ক ও “ইয়ুথ চেইঞ্জ মেকার” বরিশাল টিমের সদস্য মো.এনামুল হক নাইম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল টিমের টিম লিডার জান্নাতুল ফেরদাউস রুমা, সদস্য- তাহারিমা শরীফ তাহা, সাঞ্জিদা আক্তার ইলমা, ইয়ুথ চেইঞ্জ মেকার বরিশাল বিশ্ববিদ্যালয় টিমের টিম লিডার সৈয়দা মাহফুজা মিষ্টি, সদস্য – কাজী নাভিদ নাসিফ, অমিত বনিক এবং তৌসিফ ইসলাম শাওন।
ছবি: শাওন অরন্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইয়ুথ চেইঞ্জ মেকার, ঢাকা টিমের সদস্য সাবরিয়া।
ছবি: শাওন অরন্য।
বরিশাল অঞ্চলের আহবায়ক মো. এনামুল হক নাইম বলেন, একটা বিষয় ভেবে খুব আনন্দ পাচ্ছি যে, আমাদের এই সামগ্রীগুলো ঠিক মানুষগুলোর হাতে পৌঁছে দিতে পেরেছি। আশা করি তারা ঈদের দিন পরিবারের সবার সাথে আনন্দে ঈদ পালন করবে।
ছবি: শাওন অরন্য।
বরিশাল টিমের টিম লিডার জান্নাতুল ফেরদাউস বলেন, ইয়ুথ চেইঞ্জ মেকার আয়োজিত ‘সহমর্মিতার হাত’ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই অসহায় দরিদ্র পরিবারের মাঝে একটু আনন্দ দেওয়ার প্রয়াস করেছি মাত্র। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু ঈদ সামগ্রী তাদেরকে ঈদ শুভেচ্ছা হিসেবে বিতরণ করছি,এটাকে ঈদ শুভেচ্ছা কিংবা ঈদের উপহার হিসেবে গ্রহন করলে আমাদের পরিশ্রম সফল হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
বরিশাল বিশ্ববিদ্যালয় টিমের টিম লিডার সৈয়দা মাহফুজা মিষ্টি বলেন, আমার খুব ভাল লাগছে এই সব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকব।