16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রচ্ছদ

পটিয়ায় ট্রাভেল ব্যাগে মিলল শিশুর টুকরো লাশ

 চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় লাগেজ ভর্তি এক অজ্ঞাতনামা শিশুর (১০) টুকরা লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের শান্তিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। লাগেজে ওই শিশুর টুকরা লাশ দেখতে পেলে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জসিম উদ্দিন খাঁন ও পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে পরির্দশন করেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে কক্সবাজারমূখী যাত্রীবিহীন একটি চেয়ারকোচ থেকে লাগেজ রাস্তার পাশে খালে ফেলে দেয়। গাড়ি থেকে লাগেজ ফেলে দেওয়ার দৃশ্য দেখে স্থানীয় এক বৃদ্ধ চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন ও বিভিন্ন পরিবহনের গাড়ি চালক ও শ্রমিকরা জড়ো হয়ে লাগেজটি দেখলে সেখানে পলিথিন মোড়ানো শিশুর টুকরো লাশ দেখতে পান।

পরে স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে জানালে পরে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য মর্গে করেন। তবে লাগেজ ভর্তি লাশ কারা ফেলে গেছে পুলিশ তা এই রির্পোট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমূখী একটি চেয়ারকোচ থেকে লাগেজ ভর্তি লাশ রাস্তার পাশে ফেলে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারপরে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official