নিউজ ডেস্ক:
কদিন পরেই ঈদ। বাড়ির সবাই নতুন নতুন পোশাক কিনে আনছে। আমাদের খেলার সঙ্গীরা নতুন পোশাক পেয়ে খুশি। কিন্তু আমাদের তো বাবা নেই। টানা ৪ বছর ধরে ঈদের দিনে নতুন জামা কাপড় নিয়ে ঈদ করা হয় না। আসলেই আমাদের বাবা নেই তো ঈদের নতুন পোশাক দিবে কে?
কথাটি বললো গাজীপুর মহানগরীর, টঙ্গী এরশাদ নগর ,ছোট বাজার এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে হাফেজ জাহিদ হোসেন (১০) ও মিম (৭) প্রতিবন্ধী।
শুক্রবার রাস্তার পাশে দাঁড়িয়ে অশ্রুঝরা চোখে অন্যান্য ছেলে মেয়েদের নতুন পোশাক ও খেলনা দেখে এসব কথা বলেন।
এসময় দেখা যায়, অন্য ছেলে মেয়েদের ঈদের আগাম আনন্দে গ্রামে ছোট ছোট দোকান গিয়ে বিভিন্ন ধরনের খেলনার জিনিস কিনে খেলা করছে। কিন্তু ২ ভাই- বোন অশ্রুঝরা চোখে তাকিয়ে আছেন।
জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, আমাদের বাবা নেই, মা অফিসে কাজ করেন। ঈদে আমরা নতুন জামা কাপড় কিনতে পারি না। আমার সব বন্ধুরা নতুন পোশাক গায়ে দিয়ে ঈদে যায়। আর আমরা ২ ভাই বোন ছেঁড়া ও পুরানো জামা কাপড়ে ঘরে বসেই ঈদ করি। পুরাতন জামার কারণে এইদিন আমাদের সঙ্গে কেউ খেলতে চায় না।
আমাদের বাবা নেই নতুন পোশাক দিবে কে? আরো বলেন, বাবাও নেই ঈদও নেই। হাফেজ জাহিদ হোসেন,টঙ্গী এরশাদ নগর -জামিয়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র । ছোট বোন মিম শারীরিক প্রতিবন্ধী।