লন্ডনের আন্ডার গ্রাউন্ড থেকে শুরু করে যে দিকে চোখ যায় টাইগারদের লাল সবুজের জার্সি পরা বাংলাদেশি সমর্থক। ছুটে চলছেন সবাই ওভাল স্টেডিয়ামের দিকে। স্টেডিয়ামের প্রবেশ পথেও একই অবস্থা।
গ্যালারির প্রবেশ পথে, দক্ষিণ আফ্রিকান এক দম্পতির পিছনে দাঁড়িয়ে আছি, ভিতরে দর্শক গ্যালারি থেকে আওয়াজ আসছিল ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’।
এমন স্লোগান শুনে ওই দম্পতি বলছিল, ‘মনে হচ্ছে বাংলাদেশের হোম গ্রাউন্ড’। লাল সবুজের পতাকা আর জার্সিতে ভরে আছে পুরো গ্যালারী। মনে হচ্ছে বাংলাদেশের কোন মাঠ। যদিওতামিম, সৌম্যের বিদায়ে গ্যালারি জুড়ে নীরবতা নেমে এসেছে কিছুটা।
দুর্দান্ত শুরু করে ১৬ রানে ফিরে যানন তামিম ইকবাল। সাকিব আল হাসানের সাথে জুটি গড়বার আগেই ৩০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে থামেন সৌম্য সরকার। ব্যাট করছেন মুশফিক। বিধ্বংসী সৌম্য সরকারের জন্য গ্যালারিতে আফসোস করছেন বাংলাদেশি সমর্থকরা।