স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
রাজনীতিতে খুব বেশি দিন না। মাত্র অল্প কয়েকটি বছর। কিন্তু এই অল্প কয়েকটি বছরে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন। তিনি হলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
সিটি মেয়র হবার পর থেকেই বরিশালের নানা উন্নয়ন করে যাচ্ছেন তিনি। তার ফলে পেয়েছেন লক্ষ লক্ষ মানুষের সন্মান। পেয়েছেন উর্ধতন মহলের মন্ত্রী এবং সিনিয়র নেতাদের প্রশংসা ও ভালবাসা।
গতকাল ৩১ মে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর সাথে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সৌজন্য সাক্ষাৎকার করেন।
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এসময় বরিশাল নগরী নিয়ে নানা ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর সামনে তুলে ধরেন।
বরিশালকে উন্নয়ননের ব্যাপারে নানা প্রকল্প নিয়ে তার সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।
আরো উপস্থিতি ছিলেন, এ কে এম জাহাঙ্গীর,বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।