28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত

নিউজ ডেস্ক: পিরোজপুর পৌরসভার খানাকুনিয়ারি গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শাহানারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

শাহানারা বেগম পিরোজপুর পৌরসভার খানাকুনিয়ারি গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শাহানারা বেগম বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় ভাড়ায় চালিত মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে শাহানারা বেগম ও মোটরসাইকেলের আরোহী গোলেনূর বেগম (৫০) গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন। পিরোজপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, শাহানারা বেগমকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। গোলেনূর বেগম চিকিৎসাধীন আছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের কোনো খবর আমি পাইনি।’

সম্পর্কিত পোস্ট

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

banglarmukh official

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

banglarmukh official

কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার ৫ যাত্রী নিহত

banglarmukh official

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

banglarmukh official

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত

banglarmukh official