নিজের টালি খাতায় বাংলাদেশকে নিয়ে উদ্ভট এক অংক কষে দিয়েছিলেন নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। বিশ্বকাপে বাংলাদেশের নাকি শুধুমাত্র একটি ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে! আর সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে! এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি রীতিমতো তোপের মুখে পড়েন।
ম্যাককালাম তার করা ভবিষ্যদ্বাণী নিজের নোটবুকে লিখে সেই ছবি পোস্ট করেছেন টুইটারে। তবে সেই ভবিষ্যদ্বাণী ছিল হাস্যকর। ম্যাককালামের মতে, বিশ্বকাপে মাত্র ১টি ম্যাচ জিতবে বাংলাদেশ, তাও শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তান জিতবে দুই ম্যাচ।
কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ জয় পাওয়ার পর ম্যাককালামের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। এরপর তিনি নতুন করে আলোচনায় এসেছেন আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে।