28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা

মাদারীপুরের মাহেন্দ্র-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

মাদারীপুরের শিবচরে মাহেন্দ্র-নসিমনের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম চান মিয়া (২২)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার শান্তিপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে। আহতেরা হলেন, সাচ্চু মিয়া ও নাঈম। পুলিশ জানিয়েছে, আহত দুজন নিহত তরুণের ভাগনে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকা থেকে চান মিয়া ও তাঁর দুই ভাগনে কাঁঠালবাড়ি ঘাট থেকে তিন চাকার যান মাহেন্দ্রতে করে ফরিদপুরের ভাঙ্গা যাচ্ছিলেন। কিন্তু শিবচরের বাখরেরকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে ওই মাহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন চান মিয়া। তাৎক্ষণিক স্থানীয়রা চান মিয়াকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সাচ্চু মিয়া ও নাঈম হোসেনকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় নাঈমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সংশ্লিষ্ট বাহন দুটি পুলিশ জব্দ করেছে। মাহেন্দ্র ও নসিমনের চালক তুলনামূলক কম আহত হয়েছেন। নসিমনটি মালবাহী ছিল। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

banglarmukh official

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

banglarmukh official

কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার ৫ যাত্রী নিহত

banglarmukh official

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

banglarmukh official

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত

banglarmukh official