মে ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ : সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী প্রোটিয়াদের ২১ রানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো টাইগাররা। ওই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। দুর্দান্ত ব্যাটিংয়ে ৭৫ রান করার পর বল হাতে গুরুত্বপূর্ণ এক উইকেট তুলে নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারানোটা অবশ্যই খেলোয়াড়দের মনে আত্মবিশ্বাস জন্ম দেয়। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তাদের হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। এমনটাই মনে করছেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান বলেন, ‘বিশ্বকাপকে সামনে রেখে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি সেটা আমরা আগে থেকেই জানি। সে জন্য আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। এর আগে আমরা আয়ারল্যান্ডে ছিলাম। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিকদের সাথে আসলেই ভালো খেলেছি। সেটাই আমাদের বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। এই টুর্নামেন্টে অনেক কিছু বিষয় আমাদের প্রমাণ করতে হবে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। খেলোয়াড়দের সবাই আত্মবিশ্বাসী। তারা জানে, যে কোনো বড় দলকে হারানোর যোগ্যতা আছে আমাদের।’

বিশ্বকাপে এর আগেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। সেটা ২০০৭ বিশ্বকাপে। সেবারো টাইগারদের দলে ছিলেন সাকিব। তবে তখন তিনি আজকের মতো এত পরিণত ছিলেন না। ১২ বছরে তিনিসহ দল অনেক এগিয়ে গেছে বলে মনে করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘১২ বছর হয়ে গেছে! এতো দিনে আমাদের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। সেই সময় আমরা শুধু ভালো খেললেই সান্ত্বনা পেত দর্শকরা; কিন্তু এখন শুধু যে কোন দলকে হারালেই সন্তুষ্ট হন না তারা। এই ১২ বছরে এতবড় প্রত্যাশা তৈরি করতে পেরেছি আমরা। আমি খুবই খুশি, তবে এটা সবেমাত্র টুর্নামেন্টের শুরু।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official