বৃহস্পতিবার , ৬ জুন ২০১৯ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

‘রাজাকার নিয়ে লোখালেখি করায়’ বানারীপাড়ায় যুবলীগ নেতাকে হাঁতুরিপেটা

প্রতিবেদক
banglarmukh official
জুন ৬, ২০১৯ ৮:৫৭ অপরাহ্ণ

বানারীপাড়ার চাখারে ফেসবুক আইডিতে ‘রাজাকার নিয়ে লোখালেখি করায়’ যুবলীগ নেতাকে হাতুরীপেটা করে ইয়াবা দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত যুবলীগ নেতা বাপ্পির চার হাত পা ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরাে। বর্তমানে বাপ্পি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ২৯ মে বুধবার বানারীপাড়া উপজেলা সদরের হরিমন্দিরের সামনের সদর রোডে।

পুলিশ হামলার শিকার বাপ্পির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছে।

আহত বাপ্পি দাবী করেছে, ঘটনার দিন রাত ৯টার দিকে ঈদের কেনাকাটা শেষে বাড়ীর ফেরার পথে বন্দর বাজারের হরিমন্দির এলাকায় যুবলীগ ও ছাত্রলীগ নেতারা তাকে আটকে হাতুরী দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আহত বাপ্পি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও পরিবর্তী সময়ে ‘রাজাকার নিয়ে লোখালেখি করায়’ স্থানীয় নেতারা ক্ষুব্ধ হন। একইসাথে উপজেলা ভাইস চেয়ারম্যানকে সমালোচনা করে স্ট্যটাস দিলে ‘ঝামেলার’ শুরু হয়। এরই ধারাবাহিকায় ২৯ মে ঈদের কেনাকাটা শেষে বাড়ী ফেরার পথে তার ওপর হামলা হয়।

বাপ্পী দাবী করেছে, হামলাকারী নুরুল হুদার নেতৃত্বে আমাকে মারধর করে প্যান্টের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। পুলিশ আমাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে সেখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শেবাচিম হাসপাতালে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করে। আমি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান জানিয়েছেন, বাপ্পি একজন চিহ্নত মাদক ব্যাবসায়ী। ওই দিন রাতে স্থানীয়রা মাদকসহ তাকে আটক করে।

এ সময়ে হয়তো স্থানীয়রা তাকে মারধর করতে পারে। পরে তারা পুলিশের কাছে সোপার্দ করলে তার পকেট থেকে বেশ কিছু পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসি বলেন, তাকে কারা মারধর করেছে তা তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত