27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

সরিষাবাড়ীতে স্বামী-শাশুড়ির হাতে প্রাণ গেল গৃহবধূর

হাতের মেহেদী’র রং না শুকাতেই যৌতুকের দায়ে স্বামীর হাতে প্রাণ গেল গৃহবধূ শিখা বেগমের (১৯)। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামে। নিহত শিখা বেগম ওই গ্রামের আব্দুল হালিমের ছোট ছেলে আল আমিনের স্ত্রী।

সরেজমিনে প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৮ মাস পুর্বে চর হাটবাড়ী গ্রামের আব্দুল হালিমের সাথে পার্শ্ববর্তী ডুলভিটি গ্রামের লুৎফর রহমানের কন্যা শিখা বেগমের রেজিস্ট্রি কাবিন মুলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রত্যক্ষদর্শী প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, বিবাহের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য পাষান্ড স্বামী আল আমিন ও তার মাতা আঙ্গুরী বেগমের নির্যাতনের খর্গ নেমে আসে শিখা বেগমের উপর। অবশেষে দিবাগত রাত বৃহস্প্রতিবার স্বামী আল আমিন ও শাশুড়ী আঙ্গুরী বেগম যৌথভাবে শিখা বেগমের উপর শারিরীক নির্যাতন চালায়। এক পর্যায়ে শুক্রবার ভোর রাতে শিখা বেগমকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর স্বামী আল আমিনের পরিবারের লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে যায়।

শুক্রবার সকালে সরিষাবাড়ী থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিখা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম জানান, নিহতের শরিরে ক্ষত চিহৃ পাওয়া গেছে। এ ছাড়াও নিহতের গলায় কাপড় পেচানোর দাগ রয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official