বরগুনা জেলার বেতাগী উপজেলায় মো. আবুল বাসার (২২) নামের এক ব্যক্তি স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের কাজিরাবাদ গ্রামের মো. আশ্রাব আলীর ছেলে মো. আবুল বাশার (২২) তার স্ত্রীর সাথে পারিবারিক বিবাদের এক পর্যায়ে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী হাসপাতালে নিয়ে আসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বেতাগী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহিরার অধীনে তার চিকিৎসা চলছে।
এ ব্যাপারে বেতাগী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনা শুনেছি এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।