27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

দাদিকে হত্যার পর বাবা-মাকে কুপিয়ে ফেসবুকে লাইভ যুবকের

ধারালো অস্ত্র দিয়ে দাদিকে হত্যার পর বাবা-মাকে কুপিয়ে ফেসবুকে লাইভ করেছে ভারতের তেইশ বছর বয়সী এক যুবক। পশ্চিমবঙ্গের হুগলিতে এই ঘটনা ঘটেছে। সোমবার সকালের এই ঘটনায় ইন্দ্রনীল রায় নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে হুগলির চুঁচুড়া থানার পুলিশ।

কেন সে দাদিকে খুন করল? বাবা-মাকেই বা খুপরি দিয়ে জখম করল কেন? গ্রেপ্তারের পর এ প্রশ্ন তেইশ বছর বয়সী ইন্দ্রনীলকে বারবার জিজ্ঞাসা করেও কোনো সন্তোষজনক জবাব পাননি তদন্তকারীরা। অসংলগ্ন নানা জবাব দিয়েছে।

কখনও বলেছে, ‘আমি তো মারিনি।’ কখনও বিড় বিড় করে উচ্চারণ করেছে,‘কতগুলো লোক ঘুরছিল বাড়ির বাইরে। ওরাই মেরেছে।’ এমন সব জবাবই দিয়েছে নির্লিপ্ত ইন্দ্রনীল। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, মানসিক অবসাদেই ভুগছে শ্রীরামপুর কলেজের সাবেক ওই ছাত্র।

ব্যান্ডেলের কেওটা শিবতলা এলাকায় রেল-কর্মচারী বিশ্বজিৎ রায়ের দোতলা বাড়ি। তার একমাত্র ছেলে ইন্দ্রনীল দাদি আরতি রায় (৮৩) এর সঙ্গেই দোতলায় থাকতেন। স্ত্রী তাপসীকে নিয়ে একতলায় থাকতেন বিশ্বজিত।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সোমবার ভোরের দিকে দোতলার ঘর থেকে ধুপধাপ আওয়াজ এবং চিৎকার শুনতে পান বিশ্বজিৎবাবু। সঙ্গে সঙ্গেই তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে যান।

দোতলায় উঠতেই তার দিকে একটি ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসে ইন্দ্রনীল। সজোরে সেই খুপরি সে বসিয়ে দেয় বাঁ হাতে। বিশ্বজিৎবাবুর চিৎকার শুনে তাঁর স্ত্রী তাপসীদেবী উপরে ওঠেন। তাকেও আক্রমণ করে ছেলে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official