অনলাইন ডেস্ক:
রাজধানীর ডেমরায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসিফ হাসান প্রান্ত (১৭) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতের ফুফা মনির হোসেন জানান, ডেমরা কোনাপাড়া বাশেরপুল। প্রান্ত বেলা ১১ টার দিকে বন্ধুদের সঙ্গে ডেমরায় বাসার অদুরে কেনেলে (লেক) গোসল করতে যায়, সেখানে গোসল করার সময় প্রান্ত তলিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক দুপুর ২ টায় তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
প্রান্ত স্থানীয় মান্নান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম বুড়িয়া গ্রামের মো. শাহজাহান গাজীর ছেলে। তার মায়ের নাম শিরিন বেগম।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
