বিশ্বকাপের ১৫তম ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাউদ্যাম্পটনের রোজ বোলে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সোমবার বিকাল সাড়ে ৩টায়। টানা তিন ম্যাচে হারে ১০ দলের মধ্যে নবম স্থানে প্রোটিয়ারা। ফলে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ফাফ ডু-প্লেসিসদের।
অন্যদিকে, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরের ম্যাচে নিশ্চিত জয়ের ম্যাচ তারা তুলে দেয় অস্ট্রেলিয়ার হাতে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াতে চাইবে আজ। আগের দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে তালিকার সাতে আছে ক্যারিবিয়ানরা।
এমন সমীকরণ মাথায় নিয়ে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে। প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন শেলডন কোটরেল। দলীয় ১১ রানে ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন হাশিম আমলা। এরপর কোটরেল বিদায় করেন এইডেন মার্করামকে। দক্ষিণ আফ্রিকার রান তখন ২৮। বিদায়ের আগে মার্করাম করেন ৫ রান। এখন ক্রিজে আছেন কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিস। ডি কক ১৭ রানে অপরাজিত আছেন। আর ডু প্লেসিসের এখনো রানের খাতা খোলার আগেই আঘাত হানে বৃষ্টি।
বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগ পযর্ন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭.৩ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ২৯ রান করেছে প্রোটিয়ারা।