27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে অনশনে প্রেমিক!

ভালবাসা সম্পর্কের স্বীকৃতি আদায়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের খবর নতুন কিছু নয়। কিন্তু এবার ঘটেছে ঠিক তার উল্টো। প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেছেন প্রেমিক। এমনকি জয় করে নিয়েছেন ভালোবাসার মানুষটিকেও।

পশ্চিমবঙ্গে জলপাইগুড়ির ধুপগুড়ি থানায় এ ঘটনা ঘটেছে। প্রেমিকা লিপিকার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিল প্রেমিক অনন্ত বর্মণের। কিন্তু সম্প্রতি লিপিকা অনন্তকে এড়িয়ে চলতে শুরু করেন ।

অনন্তের অভিযোগ, দীর্ঘ আট বছর প্রেম করা সত্ত্বেও একপর্যায়ে লিপিকা তার ফোন রিসিভ করা বন্ধ করে দেয়। এমনকি হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও তাকে ব্লক করে দিয়েছে।

তাদের সম্পর্কে চিড় ধরছে এমন টের পেয়ে অনন্ত বিষয়টি অনুসন্ধান করে জানতে পারেন, প্রেমিকাকে অন্য কোথাও বিয়ে দেয়ার পরিকল্পনা করছে পরিবার। রোববার সোনাপুর থেকে প্রেমিকাকে পাত্রপক্ষ দেখতে আসবে, এই খবর পেয়ে প্রেমিকার বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অনশনে বসে পড়েন অনন্ত। সেখানে লেখা ছিল ‘আমার আট বছর ফিরিয়ে দাও’।

অনন্তের এই অনশনের কথা দ্রুত আশপাশে ছড়িয়ে পরে এবং তাকে সমর্থন জানাতে স্থানীয় লোকজন জমায়েত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধুপগুড়ি থানার পুলিশ।

এমনকি যেই ছেলের সঙ্গে লিপিকার বিয়ের কথা চলছিল, সেই পরিবারও ঘটনাস্থলে যায়। কিন্তু প্রেমিক যুবক নাছোড়বান্দা, কোনোভাবেই অনশন ভাঙতে ইচ্ছুক নন।

সোমবার দুপুরে তার শরীর দুর্বল হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে স্যালাইন দেয়া হয়। তবে শেষমেশ বিকেলে এসে সেই স্বপ্নের দেখা পান অনন্ত। অনন্তকে বিয়ে করতে রাজি হন লিপিকা। প্রথমে ঘরের মধ্যেই সবার সামনে সিঁদুর দান, আর এরপর স্থানীয় মন্দিরে গিয়ে একেবার বর-বউ সেজে বিয়ের আনুষ্ঠানিক কার্যক্রম সেরে ফেলেন তারা।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official